ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে মাদকসহ আটক ৭ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
নাগেশ্বরীতে মাদকসহ আটক ৭ জন কারাগারে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলিসহ সাতজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ পৌর এলাকার জুম্মাপাড়ার শাহীন ব্যাপারী, রফিকুল ইসলাম আঙ্গুর ও সাতানীপাড়ার আশরাফুল ইসলামকে আটক করা হয়।

এছাড়া তিনশ’ গ্রাম গাঁজাসহ বালাটারি এলাকার আনোয়ার হোসেন, দুইশ’ গ্রাম গাঁজাসহ মাঝিপাড়ার রনজিৎ বিশ্বাস ও দুই বোতল ফেনসিডিলিসহ সাতানীপাড়ার আবু বকর সিদ্দিক ঘুতুকে আটক করে পুলিশ।

একই সময় তিনটি পৃথক মামলার পলাতক আসামি নাগেশ্বরী পৌরসভার রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৯, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।