ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিডিও কনফারেন্সে খুলনা উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ভিডিও কনফারেন্সে খুলনা উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় উন্নয়ন মেলায় ভিডিও কনফারেন্সে কর্মকর্তারা/ ছবি: বাংলানিউজ

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন করেছেন। সোমবার ( ৯ জানুয়ারি ) বিকেলে এক সঙ্গে সারা দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত বিভিন্ন জনের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মেলায় ডিজিটাল পদ্ধতিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সেতুবন্ধনের অনন্য নজির স্থাপন করলেন তিনি।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমের প্রদর্শনীর লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুল গণসমাবেশ লক্ষ্য করা গেছে।
 
বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধানমন্ত্রীকে খুলনার উন্নয়নের বহুমুখী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো জানান।

বিশেষ করে খুলনাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ একটি মহতী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীর প্রশংসা অর্জন করেন। এ সময় প্রধানমন্ত্রী একজন সাবেক ভিক্ষুকের সঙ্গে কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, জেলা প্রশাসনের দেওয়া সেলাই মেশিন পেয়ে তিনি বর্তমানে স্বাবলম্বী।

একজন কৃষকের কাছে প্রধানমন্ত্রী তার কৃষি বিষয়ক উদ্যোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, কৃষি বিভাগের প্রশিক্ষণে তার যে জ্ঞান অর্জিত হয়েছে তাতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগে সাফল্য অর্জন করেছেন।
 
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির উজ জামান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সন্ধ্যায় উন্নয়নমূলক গণসংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে উন্নয়নের তথ্য তুলে ধরা হয়। মেলায় ১০৮টি স্টলের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়।

এবারের উন্নয়ন মেলার অন্যতম লক্ষ্য হলো-বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেলায় উপস্থিত হয়ে উন্নয়নে তার প্রাপ্তিটা বুঝে নেবে। এছাড়া মেলায় একই প্লাটফর্মে বিভিন্ন দফতর তাদের সেবার নমুনা তুলে ধরে গণসচেতনতা সৃষ্টির সুযোগ পাবে। মানুষ অধিকার সম্পর্কে সচেতন হবে। মেলার মাধ্যমে খুলনার বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে জনগণের ধারণা বিকশিত হবে। সরকারের সঙ্গে জনগণের সমন্বয়ের মাধ্যমে শিল্প বিকাশের সুযোগ সৃষ্টি হবে। আর এর মাধ্যমেই খুলনা শিল্পনগরী হিসেবে আরও পরিচিতি পাবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমআরএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।