ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পর্যটনের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
‘পর্যটনের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে’ আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান

ঢাকা: পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি।

সোমবার (৯ জানুয়ারি) রাজাধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বৈচিত্র্যময় হাওর অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন ও সম্ভাবনা এবং ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহের সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। কবি চন্দ্রাবতী ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের পর্যটন শিল্পের উন্নয়নে কিছু বাধা রয়েছে। এসব বাধা কাটিয়ে পর্যটন শিল্পকে শক্তিশালী করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু সরকারের একার পক্ষে এ খাতের উন্নয়ন সম্ভব নয়। এ খাতে সার্বিক উন্নয়ন করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি দেশের সব মানুষকে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যের পর সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র-নজরুল সঙ্গীত শিল্পী অপর্ণা খান।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক আবু নাসের, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব ডা. অধ্যাপক আবদুল আজিজ, আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট লায়ন নুরুজ্জামান ইকবাল প্রমুখ।  

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান ড. এ. আর খান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

এমএ/আরআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।