ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দলগুলোর মতৈক্য জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
দলগুলোর মতৈক্য জরুরি দলগুলোর মতৈক্য জরুরি-ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি। সোমবার (০৯ জানুয়ারি) বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বাসদের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। এদিকে, জাসদের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সভাপতি নুরুল শরীফ আম্বিয়া।

বাসদ এবং জাসদ আলাদাভাবে পাঁচটি করে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপতির কাছে।

এ সময় রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের ওপর সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস গুরুত্বপূর্ণ।

কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বাধীন বাসদ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন, নির্বাচন কমিশনকে উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্র চার স্তরে ভাগ করা, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আট বিভাগের জন্য আটজন কমিশনার নিয়োগসহ মোট নয় সদস্যের নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটি বা সিলেক্ট কমিটি গঠন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি জাতীয় বাজেটে নির্বাচন কমিশনের জন্য পৃথক বাজেট, নির্বাচন কমিশনার হিসেবে সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী ব্যক্তিদের নিয়োগের প্রস্তাব দেয়।
দলগুলোর মতৈক্য জরুরি-ছবি: সংগৃহীতঅপরদিকে, নুরুল শরীফ আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সাবেক প্রধান নিবার্চন কমিশনারদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন, এক সঙ্গে পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগ না দিয়ে একাধিক ধাপে নির্বাচন কমিশনার নিয়োগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়।

রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জন মানুষের এই প্রত্যাশা পুরণে সক্ষম হবেন বলেও আশা করে দলটি।
 
সন্ধ্যায় বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানায়।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।