ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে স্কুল শিক্ষক মোরশেদাকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
যশোরে স্কুল শিক্ষক মোরশেদাকে ছুরিকাঘাত মানচিত্র

যশোর: যশোরে মোরশেদা খাতুন (৩০) নামে এক স্কুল শিক্ষককে ছুরিকাঘাত করেছে দুই র্দুবৃত্ত। সোমবার (০৯ জানুয়ার) রাত ৮টার দিকে শহরের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোরশেদা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মোরশেদা বাঘারপাড়া উপজেলার র্দুগাপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

তিনি উপজেলার দাউদঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত।

হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদা খাতুন বাংলানউিজকে বলনে, শহরে কাজ শেষে বাড়ি ফেরার জন্য কাঠেরপুল হয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুই র্দুবৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তার ওপর এমন হামলার কারণ তিনি বুঝতে পাচ্ছেন না।

হাসপাতালের চিকিৎসক মৌরিন আক্তার বাংলানউিজকে বলনে, মোরশেদা খাতুনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

বাংলাদশে সময়: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।