ব্রেইন স্ট্রোকে বাকশক্তি হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিয়াজ উদ্দিন পাশার স্ত্রী ফারজানা আশা বাংলানিউজকে জানান, সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নেওয়া হবে। পরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই