ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাল সবুজে বাংলাদেশের ট্রেন

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
লাল সবুজে বাংলাদেশের ট্রেন বাংলানিউজের মুখোমুখি হয়ে রেলভবনে কথা বলছিলেন মন্ত্রী, ছবি: শোয়েব মিথুন

ঢাকা: বাংলাদেশ রেল এখন লাল সবুজে ছুটছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে। একের পর এক বদলে যাচ্ছে রেলের পুরনো জরাজীর্ণ দশা। আসছে পরিবর্তন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা রেল চলছে উন্নয়নের গতিতে। রেলওয়ের নতুন এই অধ্যায়ের রুপকার রেলমন্ত্রী মুজিবুল হক। নিজে বয়সের ভারে কাতর হলেও তারুণ্য ঢেলে দিয়েছেন রেলে। গতি বাড়ছে, কোচ আসছে, চালু হচ্ছে নতুন ট্রেন।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে এসব নিয়েই বাংলানিউজের মুখোমুখি হয়ে রেলভবনে কথা বলছিলেন মন্ত্রী।

জানালেন, ৩০ থেকে ৩৫ বছরের পুরাতন কোচ বদলে নতুন কোচ সংযোজনের কথা।

গেলো বছর ২৭০টি কোচ রেলের বহরে যুক্ত হয়েছে। চালু হয়েছে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে নতুন ট্রেন। হাওরাঞ্চলের মানুষের ট্রেনের চাহিদা পূরণে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ চালু হয়েছে।

মন্ত্রী জানান, ২৭০টি কোচের মধ্যে মাত্র ২০টি কোচ আসা এখনও বাকি আছে, খুব শিগগিরই চলে আসবে। নতুন কোচগুলোর মধ্যে ১৫০টি মিটারগ্রেজ কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করে আধুনিকায়ন করা হয়েছে। এরমধ্যে ১২০টি কোচ ভারত থেকে এবং ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে ১৫০টি কোচ।
বাংলানিউজের মুখোমুখি হয়ে রেলভবনে কথা বলছিলেন মন্ত্রী, ছবি: শোয়েব মিথুনমন্ত্রী জানান, এসব কোচ ছাড়াও এ বছর আরও কোচ নিয়ে আসতে চাচ্ছে রেলওয়ে। কোরিয়া থেকে ১৫০টি কোচ আসবে। আনা হচ্ছে ৭০টি লোকেমোটিভ ইঞ্জিন। আগামী ৬ মাসের মধ্যে এ কোচগুলো যুক্ত হবে রেলে।

মন্ত্রী জানান, রেলে গেলো বছর বেশ কয়েকটি ট্রেন নতুন লাল সবুজ কোচ পেয়েছে। ঢাকা-চট্রগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা, ঢাকা-সিলেট রুটে পারাবত, ঢাকা-খুলনা রুটে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা-সিরাজগঞ্জ রুটে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ঢাকা থেকে দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান এক্সপ্রেস। এছাড়া খুব শিগগিরই কোচ পাবে নীলসাগর এক্সপ্রেস।
 
আগামী ২২ জানুয়ারি ‍ঢাকা-চট্রগ্রাম রুটে লাল সবুজ ইন্দোনেশিয়ান কোচ দিয়ে নতুন রুপে চালানো হবে তুর্ণা ও মহানগর প্রভাতী এক্সপ্রেস, জানান মন্ত্রী।
 
যাত্রী চাহিদা দিন দিন বেড়েছে জানিয়ে তিনি বলেন, এ কারণে একের পর এক কোচ সংযোজন করতে হচ্ছে। যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী চান মানুষ রেলের সেবা পাক।
 
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে রেল ছিল অবহেলিত। তা থেকে তুলে আনতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উদ্যোগ নেওয়া শুরু করে। সেই ধারাবাহিকতায় বর্তমানে রেলে ৪২টি প্রকল্প চলামান। রেলের উন্নয়েনে আরও প্রকল্প নেওয়া হচ্ছে।
বাংলানিউজের মুখোমুখি হয়ে রেলভবনে কথা বলছিলেন মন্ত্রী, ছবি: শোয়েব মিথুন
মন্ত্রী মুজিবুল হক বলেন, ২০১৮ সালে যেদিন পদ্মাসেতু চালু হবে একই দিন পদ্মাসেতুর ওপর দিয়ে রেলও চলবে। সেই লক্ষ্যে ঢাকা থেকে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন নিয়ে কাজ চলছে। যুক্তরাজ্যের ডিপি রেলের সঙ্গে কিছুদিন আগে এই রেলপথ বাস্তবায়নের জন্য চুক্তি করা হয়েছে। সারাদেশের সব জেলায় রেলপথ নিয়ে যাওয়ার কাজ চলছে। ঢাকা-চট্রগ্রাম রুটে দ্বিতীয় ভৈরব ও তিতাস রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নতুন এই সেতু দুটির নির্মাণকাজ শেষ হলে কোনো ক্রসিং ছাড়াই ডাবল লাইনে চলবে ট্রেন। ভ্রমণ ও পণ্য পরিবহনে সময় কমবে। বাড়বে ট্রেনের সংখ্যাও।

আরও পড়ুন:
**চিত্রায় প্লেনের ছোঁয়া
**‘সোনার বাংলা’ চলেছে চট্টগ্রাম
**
সময় মেনেই চট্টগ্রা‌ম পৌঁছালো ‘সোনার বাংলা’
**‘সোনার বাংলা’ ঘিরে সাজ সাজ রব
**১৬ কোচে ৭১৯ আসন নিয়ে নতুন ‘পারাবত’   
**নতুন কোচ পাচ্ছে একতা-দ্রুতযান

**অর্থায়ন পেলেই চালু ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন
**
রেলের টিকিটে যুক্ত হচ্ছে যাত্রীর নাম


বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।