প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- চার কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫তলা বিশিষ্ট ৫ নম্বর বার হল, সার্কিট হাউজের সামনে ‘উদ্দীপন’ নামে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, শাহী ঈদগাহ’র মিনার, সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মিত সংস্কৃত কলেজের নতুন ভবন ও ৪টি সড়ক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-১ এর নব নির্মিত দু’তলা বিশিষ্ট ভবন, লাক্কাতুড়া উচ্চ বিদ্যালয়, শহরতলীর বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, একই এলাকার রাখালগুরো এবং জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন ভবন।
ফলক উন্মোচন শেষে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেট গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শমিউল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/জিপি/বিএস