মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ১৩১টি সেতু নির্মাণ করা হবে। সেতুগুলোর মোট দৈর্ঘ্য হবে ২৬ হাজার ৭৪০ মিটার।
প্রয়োজন অনুযায়ী ৬৪টি জেলায় সেতুগুলো নির্মিত হবে।
এছাড়াও চট্টগ্রামে পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশনে ১ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ দুটিসহ একনেক সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১ হাজার ৪৯৫ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমআইএস/বিএস