ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উদ্বোধন হচ্ছে বহুমুখী পাটপণ্য প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
উদ্বোধন হচ্ছে বহুমুখী পাটপণ্য প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্র সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম/ছবি: মুজিবুর

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৩৫টি বিভিন্ন ডিজাইনের বহুমুখী পাটপণ্য নিয়ে প্রদশর্নী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর মনিপুরী পাড়ায় জেডিপিসিতে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১২ জানুয়ারি মনিপুরী পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৪৫০টি বহুমুখী পাটপণ্য উদ্যোক্তা সৃষ্টি ও ছয়টি পাট উদ্যোক্তা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারের লক্ষ্য পাট-বস্ত্র বাজারজাতকরণে বিশ্বজয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।