ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালশীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কালশীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা: রাজধানীর কালশী এলাকায় গৃহায়ন ও গণপূর্তের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এখন দুপুর পর্যন্ত এ অভিযান চলমান।

সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তানজিলা খানম বাংলানিউজকে বলেন, রাস্তার পাশের অবৈধ এ স্থাপনা সরিয়ে ফেলতে গত ১ জানুয়ারি মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া সোমবার (০৯ জানুয়ারি) মাইকিং করেও এ বিষয়ে জানানো হয়।

তিনি আরও বলেন, গণপূর্তের জায়গা উদ্ধারের জন্যই অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসজেএ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।