ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মমতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গোয়ালঘরে বেঁধে রাখেন আলমগীর।

পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
 
২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামি আলমগীর ৬ মাসের জামিন নিয়ে পলাতক থাকেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।