ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ধামরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই জনের কারাদণ্ড

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের বাসনা এলাকায় বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (অ.দা) ও সহকারী ভূমি তাসলিমা মোস্তারী এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দিঘলিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৬০), ধামরাই থানার ওড়ালিয়া গ্রামের হাজী মো. তারা মিয়ার ছেলে মামুন হোসেন (৩২)।

ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ বাংলানিউজকে জানান, বাসনা এলাকার বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।