ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতলবে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
মতলবে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মোহনপুর ইউনিয়নের দশানি এলাকার রঞ্জু মিয়ার ছেলে।

মতলব উত্তর থানার পুলিশ জানায়, সকালে শ্রমিক রাসেলের মালিক (পরিচয় জানা যায়নি) পক্ষের লোকজন মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ বোরহান খালাসির লোকজন তাদের বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে তাদের হামলায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করেই প্রতিপক্ষের হামলায় ওই যুবক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।