তিনদিনের সফরে ঢাকায় আসা কিয়াও এর সঙ্গে রয়েছেন মায়ানমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ সফরে রোহিঙ্গা প্রত্যাবর্তন, রাখাইন রাজ্যে আইন-শৃংখলা বাহিনীর অভিযান, রোহিঙ্গাদের পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরুতে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং পরবর্তীতে একই স্থানে বিকেল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে করবেন।
এরপর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করার কথা রয়েছে কিয়াও তিনের।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতেই বিশেষ এ দূতকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মায়ানমার। তবে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু অবশ্যই তোলা হবে। ’
তার মতে, বিশেষ দূত পাঠিয়ে মায়ানমার মূলত এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার হতে চায়। রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রতিও তাগিদ দেবে বাংলাদেশ।
এর আগে দুই দফায় ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থানকে তলব করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত অক্টোবরে রাখাইন রাজ্যের এক পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার পরে মায়ানমারের সেনাবাহিনী রাজ্যটিতে সাঁড়াশি অভিযান শুরু করে। এ সময় রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, আটক, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট শুরু হয়। এতে করে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে থাকেন।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মায়ানমার সেনাবাহিনীর সর্বশেষ অভিযানের প্রেক্ষিতে রাখাইন রাজ্য থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ ছাড়া আগে থেকেই ৩ লাখ রোহিঙ্গা অবৈধভাবে অবস্থান করছে এদেশে।
এদিকে রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আগামী ১৯ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই বৈঠকে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জেপি/ওএইচ/আরআই
** মঙ্গলবার ঢাকা অাসছেন মায়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী