ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দিল কালের কণ্ঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
লক্ষ্মীপুরের ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দিল কালের কণ্ঠ লক্ষ্মীপুরের ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দিল কালের কণ্ঠ

লক্ষ্মীপুর: কালের কণ্ঠের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরের ছয় সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।

এসময় শুভ সংঘ’র আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এতে বক্তব্য রাখেন-লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন ও কালের কণ্ঠের প্রতিনিধি কাজল কায়েস।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

মরণোত্তর সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান, সংবাদের সাবেক নিজস্ব বার্তা পরিবেশক জাকির হোসেন, ইত্তেফাকের সাবেক প্রতিনিধি এম এ মঈদ,  আজকের কাগজের সাবেক প্রতিনিধি সাইফুল আলম খান, আমাদের সময়ের সাবেক প্রতিনিধি মনোয়ার রহমান খোকন ও মানবজমিনের সাবেক প্রতিনিধি বাবর মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।