ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাঁওতাল দ্বিজেন টুডুর জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সাঁওতাল দ্বিজেন টুডুর জামিন মঞ্জুর

গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দ্বিজেন টুডুর (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এসএম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন।

দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেফতার করে।

এরপর পুলিশি হেফাজতে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর পুলিশ তাকে কারাগারে পাঠায়।

তিনি আও জানান, দ্বিজেন টুডু তার আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহারায় আখ কাটতে যায়। পরে তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ সাঁওতাল এবং ৯ পুলিশ আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।