এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৯টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শহরের কানাইখালি মহল্লার সাদেক আলী শেখের ছেলে জেমস (২৯), মল্লিকহাটি এলাকার আনারুল ইসলামের ছেলে রেজাউল করিম প্রিন্স (৩২), একই এলাকার বুলবুল প্রামাণিকের ছেলে শাকিল হোসেন সজীব (২৮), মৃত আকতার শেখের ছেলে রবিউল ইসলাম (৩২) ও তার স্ত্রী নাজমা বেগম (২৫)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের মল্লিকহাটি এলাকার একটি বাড়িতে অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি চায়ের দোকান থেকে শীর্ষ সন্ত্রাসী জেমস, তার দুই সহযোগী প্রিন্স ও সজীবকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মল্লিকহাটি পশ্চিম পাড়ার রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে ৪টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৯টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বাড়ির মালিক রবিউল ইসলাম ও তার স্ত্রীকেও আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের পর তাদের সদর থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তাদের নামে এর আগেও থানায় হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে জেমসের নামে ৯টি, সজীবের নামে ১১টি ও প্রিন্সের নামে ৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি/আরএ