ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিজলায় লঞ্চের চাপায় আহত ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
হিজলায় লঞ্চের চাপায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালের হিজলায় লঞ্চের চাপায় আবুল হোসেন (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবুল হোসেন হিজলা উপজেলার কাউরিয়ার পূর্ব কোড়ালিয়া এলাকার বাসিন্দা ও ঢাকার হোটেল ব্যবসায়ী।

মৃতের ভাই আবুল কাসেম বাংলানিউজকে জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা থানার ঘাটে (দূর্গাপূর লঞ্চ ঘাট) যান আবুল হোসেন।

এসময় ঢাকাগামী এমভি রাজহংস-৮ লঞ্চঘাটে ঘাট দিচ্ছিল।

কিন্তু লঞ্চটি নোঙর করার আগেই সবাই লঞ্চে ওঠার চেষ্টা করেন। এসময় মানুষের ভিড় ও ঠেলাঠেলিতে আবুল হোসেন লঞ্চ ও টার্মিনালের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে স্বজনরা ময়নাতদন্ত না করাতে চাওয়া মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।