ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন বিকেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
যশোরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন বিকেলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ঢাকা: যশোরে বুধবার (১১ জানুয়ারি) উদ্বোধন হচ্ছে নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। বিকেল ৪টার দিকে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ ভিসা কেন্দ্রের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য, জেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। যশোরের এই আইভিএসি বাংলাদেশে ভারতের ১২তম ভিসা আবেদন কেন্দ্র।

যশোরে এ আইভিএসি উদ্বোধনের পাশাপাশি ভারতীয় হাইকমিশনার নড়াইলের রামকৃষ্ণ মিশনে আরও একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে একটি নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

এরপর হর্ষ বর্ধন শ্রিংলা নড়াইলের তুলারামপুর পরিদর্শন করবেন। সেখানে তিনি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জির স্মরণে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী বিতরণ করবেন।

তিনি ভারত সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের ইন্দো-বাংলাদেশ মৈত্রী মহিলা হোস্টেলও পরিদর্শনে যাবেন। ২০১৫ সালের ৭ জুন বাংলাদেশ সফরকালে হোস্টেলটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবারের এ ব্যস্ত কর্মসূচির পর বৃহস্পতিবারও (১২ জানুয়ারি) হাইকমিশনার খুলনার মংলা পোর্ট সড়ক পরিদর্শন করবেন ও ভারত সরকারের ঋণরেখার আওতায় বাংলাদেশের বর্ধিত সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন।

এদিন বিকেলে তিনি খুলনার শিল্প ও বণিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৭
এসএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।