ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ববিতে নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ববিতে নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন ববিতে নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এস এম রুহুল আমিন ফিতা কেটে এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য ও পুলিশ কমিশনার মহোদয় গার্ড অব অনার গ্রহণ করেন।



এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি, সাউথ) গোলাম রউফ খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হুমায়ুন কবির, প্রক্টর মো. শফিউল আলম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল কাইউম, নিবার্হী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬ বছরেও ক্যাম্পাসে কোন পুলিশ ক্যাম্প ছিলো না। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিবেচনায় উপাচার্য ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রচেষ্টায় এ পুলিশ ক্যাম্পটি চালু হয়েছে।

উপাচার্যের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে পুলিশ ক্যাম্পের এ ভবনটি নির্মিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।