ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই শুরু হবে খুলনা-কলকাতা ট্রেন চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শিগগিরই শুরু হবে খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে ল্যাপটপ দিচ্ছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

নড়াইল: ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, খুব শিগগিরই খুলনা-কলকাতা ট্রেন চলাচল শুরু হবে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নড়াইলের তুলারামপুরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের নির্ধারিত জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এর আগে ভারতীয় হাইকমিশনার শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে চারটি ল্যাপটপ এবং মন্দিরে দু’টি এসি দেন।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, কানাই লাল ঘোষ, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ প্রমুখ।


এদিকে, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তুলারামপুরে শুভ্রা মুখার্জির মামাবাড়িতে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

পরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও ভারত সরকারের সহযোগিতায় নির্মিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস’ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির বাবার বাড়ি নড়াইল সদরের ভদ্রবিলা এবং মামাবাড়ি তুলারামপুর গ্রামে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।