ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে নতুন অধিনায়কের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে নতুন অধিনায়কের মতবিনিময় রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে নতুন অধিনায়কের মতবিনিময়

রাঙামাটি: রাঙামাটি রিজিওনের নতুন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ৩০৫ পদাতিক ব্রিগেডের আয়োজনে রিজিওন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাঙামাটি রিজিওনের অধিনায়ক হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিদায়ী রিজিওন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, রিজিওনের জিটুআই মেজর তানভীর সালেহ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

বিদায়ী রিজিওন কমান্ডার বলেন, আমাদের কাজ হচ্ছে দেশের নিরাপত্তা দেওয়া। আর সাংবাদিকের কাজ হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ও সমাজকে আলোর মুখ দেখানো। তাই আমাদের বিবেক যেনো দুর্নীতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে নতুন কামান্ডার বলেন, আপনাদের লেখার মাধ্যমে এ অঞ্চলে শান্তি আনা সম্ভব। আর আমাদের পক্ষ থেকে আপনাদের সব সময় সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।