বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ম জাতীয় সংসদের স্বরাষ্টমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তার হত্যাকারীদের শনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংসদের বাইরে এই প্রথম রংপুরে স্বরাষ্টমন্ত্রণায় সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠককে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
দুপর ১টা ৫ মিনিটে শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৩টা ১০ মিনিটে।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরো বলেন, বর্তমান সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গি দমন পুরোপুরি নিমূল না হলেও তা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ পর্যন্ত যতোজন জঙ্গি ধরা পড়েছে তাদের সবার উত্তরাঞ্চলের সঙ্গে কোনো না কোনো কানেকশন পাওয়া গেছে। তাদের কেউ হয়তো উত্তরাঞ্চলের কোথাও লেখাপড়া করেছে, আবার কারো বাড়ি উত্তরাঞ্চলেই। তাই এই অঞ্চলকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এই বৈঠকে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, রংপুর হচ্ছে অবহেলিত বিভাগ। তাই সংসদের বাইরে এই প্রথম রংপুরে এ ধরনের বৈঠক করা হলো। যা অতিতে কখনো হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাস দমনে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করা হচ্ছে। এই বাহিনীর কাজ হবে শুধু সন্ত্রাস দমন করা।
তিনি আরো বলেন, জঙ্গি নির্মূলে ব্যাপকভাবে জঙ্গি বিরোধী প্রচারণা চালাতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে জঙ্গি বিরোধী মহাসমাবেশ করা হবে বলেও জানান তিনি।
বৈঠক সম্পর্কে টিপু মুন্সি বলেন, বৈঠকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, পাসপোর্ট সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য (এমপি) মো. সামছুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, ফখরুল ইমাম, বেগম কামরুন নাহার চৌধুরী, পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণায়লের সচিব মো. মুনিম হাসান, সিনিয়র সহকারী সচিব নাজমুন নাহার, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই