ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের মেয়রের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
স্পিকারের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের মেয়রের সাক্ষাৎ

ঢাকা: স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ।
 
 

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে স্পিকারের কার্যালয়ে দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎকালে তারা লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের অবস্থা, বাংলাদেশের উৎপাদিত সর্বোৎকৃষ্ট সামগ্রীগুলো ‘বাংলাদেশ ব্রান্ড’ হিসেবে বিশ্বে বিভিন্ন ফোরামে তুলে ধরা, বিদেশে সরকারি কর্মক্ষেত্র ও জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের জনগণের অবস্থান আরো সুদৃঢ় করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

 
 
স্পিকার বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এরইমধ্যে সে দেশের সরকারি কর্মক্ষেত্র ও জনপ্রতিনিধি হিসেবে যোগ্যতার স্বাক্ষর রাখছেন। ভবিষ্যতে এ অংশগ্রহণ আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
সফররত মেয়র বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি জনগণের সেদেশের সরকারি কর্মক্ষেত্র ও জনপ্রতিনিধি হিসেবে অংশগ্রহণ বাড়ছে। তিনি বিদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাংলাদেশের বিষয়গুলো সেদেশে আরো জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।