ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় উপজেলা ভূমি সার্ভেয়ার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
কুষ্টিয়ায় উপজেলা ভূমি সার্ভেয়ার আটক

কুষ্টিয়া: ঘুষ নেওয়ার সময় কুষ্টিয়া সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুম থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া দুদকের পাবলিক প্রসিকিউটর আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে তানিম প্লাস্টিকের শো-রুমে বসে জমির কাগজপত্র ঠিক করার নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন মাহফুজুর রহমান। খবর পেয়ে কুষ্টিয়া দুদকের একটি দল সেখানে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে।

এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের কুষ্টিয়া অফিসের উপপরিচালক আব্দুল গাফফার।

এ ব্যাপারে আটক মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।