ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়ন চিত্র তুলে ধরায় বাংলানিউজের ইনজামামুল পেলো সম্মাননা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
উন্নয়ন চিত্র তুলে ধরায় বাংলানিউজের ইনজামামুল পেলো সম্মাননা সম্মাননা সনদ তুলে দিচ্ছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা/ ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সাংবাদিকতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বাগেরহাট করেসপন্ডেন্ট সরদার ইনজামামুল হককে সম্মাননা স্মারক দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।

বুধবার (১১ জানুয়ারি) রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তার হতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

এ বিভাগে জনকন্ঠের স্থানীয় প্রতিনিধি বাবুল সরদারকেও সম্মাননা দেওয়া হয়।

এছাড়া উন্নয়ন মেলায় স্টলের ধরন ও মানের ভিত্তিতে শ্রেষ্ট তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। এতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাট।

দ্বিতীয় সেরা স্টলের পুরস্কার পেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও তৃতীয় হয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) মো. শফিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে বাগেরহাটকে নিয়ে বাংলানিউজে প্রকাশিক ইতিবাচক সংবাদের প্রশংসা ও বাংলানিউজের সংবাদকর্মীদের অভিনন্দন জানান বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।