ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু বরগুনার পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু

বরগুনা: কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় বরগুনার পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পুরাকাটা-আমতলী ব্যবস্থাপক ওয়াসিম বাংলানিউজকে জানান, অতিরিক্ত কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন আটকা ছিল।

কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।