বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১টায় ওই বাড়ির মোহাম্মদ আলীর ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. তালেব বাংলানিউজকে বলেন, রাত ১টায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ঘটানস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তরা হচ্ছেন-রেহান উদ্দিন, নুরুজ্জামান, মোহাম্মদ আলী ও তার ২ ছেলে, ওয়ালি উল্যাহ সরদার, আব্দুল মান্নান সরদার, হাসান সরদার ও দুলাল সরদার।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী সরদারের ছেলের বউ পলি আক্তার বাংলানিউজকে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাশাপাশি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। বাড়ির বাসিন্দার ঘর থেকে বের হতে পারলেও কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তাদের পরনের জামা-কাপড় ছাড়া আর কিছুই নেই।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ