এ প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর রোববার (১২ জানুয়ারি) এলমাস্ট হসপিটালে আনুষ্ঠানিকভাবে কৃতী প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
বর্তমান চাকরির বাজারের লড়াইকে চ্যালেঞ্জ করতে কুইকবুকস প্রশিক্ষণ গ্রহণে প্রশিক্ষণার্থীদের আগ্রহকে আরও বেশি উৎসাহ দিতে এ সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
মাসুদ বিন মোমেন তার বক্তব্যে বলেন, আমেরিকায় ইংরেজি ও পেশাদারিত্বে সমৃদ্ধ হয়ে ভালো চাকরিতে যোগ দিন ও দেশের কল্যাণে অবদান রাখুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কোর্স ও প্রশিক্ষক মনজুর চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কংগ্রেসের কো-চেয়ারম্যান কাজী আজিজুল হক খোকন, সুবল দেবনাথ, পরিচালক জাহাঙ্গীর এইচ মিয়া।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এএটি/এএ