ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ফিজিওথেরাপি কলেজ নির্মাণের দাবি

ঢাকা: রাজধানীর মহাখালীতে ফিজিওথেরাপি কলেজের জন্য বরাদ্দ জমিতে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত স্নাতক ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শীক্ষার্থীরা এ দাবি জানান।

সম্মিলিত স্নাতক ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক আলাউদ্দীন বলেন, নিজস্ব কলেজ ভবনের অভাবে আমাদের মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টটিউটসহ অন্য প্রতিষ্ঠানে ক্লাস করতে হয়।

যা আমাদের জন্য কষ্টকর।
 
অনেক আন্দোলন সংগ্রামের পর ফিজিওথেরাপি কলেজের জন্য ২০০৮ সালে সোয়া ৫ একর জমি বরাদ্দ করা হয়। ২০১০ সালের ১০ সেপ্টেম্বরে কলেজ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তিতে স্থানীয় প্রভাবশালী  ও সরকারি কর্মচারীরা নির্মাণকাজ বন্ধ করে সেখানে ২ হাজার বস্তি গড়ে তুলে ভাড়া খাটাচ্ছেন।

হাইকোর্টের নির্দেশনা স্বত্বেও বস্তি উচ্ছেদে প্রসাশনের কোনো ভূমিকা নেই বলে ‍অভিযোগ করেন তারা।
  
অপর শিক্ষার্থী শান্তনু বাড়ৈ বলেন, আমরা প্রশাসনের কাছে গিয়েছি কলেজের জমিতে অবৈধ বস্তি উচ্ছেদ দাবি নিয়ে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে আমাদের প্রাণের দাবি, তারা যেন পদক্ষেপ নিয়ে কলেজ নির্মাণের কাজ শুরু করেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।