ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নাটোর: নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গোপাল চন্দ্র সাহা (৪৮) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। এছাড়া জেলার নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এবং বুধবার দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার মহিষমারি ব্রিজের দক্ষিণে বিলের মধ্যে এই দুইটি দুর্ঘটনা ঘটে।  

আত্মহত্যাকারী গোপাল চন্দ্রের বাড়ি জেলা শহরের মল্লিকঘাঁটি মহল্লায়।

তিনি সিংড়ার দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার জমসেদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, গোপাল চন্দ্র স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে বসেছিলেন। সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ছাড়লে তিনি দৌড়ে ওই ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে সান্তাহার জিআর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

অপরদিকে, নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার দেবরত কুমার বাংলানিউজকে জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মাধনগর-নলডাঙ্গার মাঝখানে মহিষমারি ব্রিজের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।  

বিষয়টি রেলওয়ে সান্তাহার জিআর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।