ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যার প্রধান আসামিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমপি লিটন হত্যার প্রধান আসামিসহ আটক ২ ছবি: এমপি লিটন ফাইল ফটো

ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলামকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে র‌্যাব-১ এর একটি টিম তাদের আটক করে।

বাংলানিউজ আটকের বিষয়টি জানান, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

 

আটক আশরাফুল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির হাজী ইউনূসের ছেলে।  

যে দুজনকে আটক করা হয়েছে তারা অন্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামি বলে জানিয়েছেন ৠাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তবে এমপি লিটন হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।

আটকরা কোনো রাজনীতিক দলের কিনা জানাতে চাইলে তিনি বলেন, তারা কোনো দলের সঙ্গে জড়িত কিনা আমার জানিনা, জানতে চাচ্ছিও না। আমার তাদের আসামি হিসেবে আটক করেছি।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য লিটন। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে সন্দেহভাজন আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭/আপডেট ১৬৫৫
এসজেএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।