ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সচেতনতায় কাজ না হলে কঠোর পদক্ষেপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
‘সচেতনতায় কাজ না হলে কঠোর পদক্ষেপ’ খন্দকার রাকিবুর রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকমুক্ত না করা গেলে সরকার কঠোরভাবে তা দমন করবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গ্রিনরোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা জানান।

খন্দকার রাকিবুর রহমান বলেন, আমরা জানি ইয়াবার ভয়াল গ্রাস এখন বিশ্ববিদ্যালয়গুলোর দিকে।

মাদকের এ ভয়ালগ্রাস থেকে শিক্ষার্থীদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির কাজ করেছি আমরা। যদি আমরা এভাবে সফল হতে না পারি, তাহলে সরকার কঠোরভাবে তা দমন করবে।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাদকের হাত থেকে রক্ষা করতে সন্দেহভাজন শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হবে। ডোপ টেস্ট পজেটিভ হলে ওই সব শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া সরকারি চাকরির আগে ডোপ টেস্টেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই, আমরা প্রাথমিক পর্যায়ে সব বিশ্ববিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মাদক থেকে নিজেদের দূরে রাখবে। কাছের কোনো বন্ধু যদি মাদকাসক্ত হয়ে, তাহলে দ্রুত সংশ্লিষ্টদের সাহায্য নিবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটি শিক্ষকদের করতে হবে। শিক্ষার্থীরা তাদের কথা শোনেন। তাই, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক মুক্ত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জহির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।