শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, জহুরুল হক হল, সূর্য সেন হল, জসীম উদ্দীন হল, জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হল যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি যেভাবে পরিসংখ্যান দিয়ে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন সেটি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত। এটিকে আরো দ্রুত করতে প্রধানমন্ত্রী যে ভিশন মিশন নিয়ে এগিয়ে চলেছেন তার সাথে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে। নতুনরা যত বেশি ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক যাত্রা ও অর্থনৈতিক উন্নয়নের সাথে যুক্ত হবে তত দ্রুত আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ অর্জন করতে পারব।
‘ঢাবি ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য’ উল্লেখ করে ভিসি বলেন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি এই বিশ্ববিদ্যালয় বহন করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দীন, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম খাদেমুল হক, সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসকেবি/এমজেএফ