শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের কাছারপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন ফকিরের ছেলে।
শিক্ষক আনিছুর রহমানের আত্মীয় এখলাছুর রহমান বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলযোগে তার ভাই আনিছুর ও বন্ধু হাবিবুর কেন্দুয়া থেকে নেত্রকোনা আসছিলেন। পথে বাইড়াউড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির দূরপাল্লার একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে আনিছুর আহত হলেও হাবিবুর ঘটনাস্থলেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
তিনি শহরের সার্কিট হাউজ সামনের সড়কে নাজাত এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
ঘটনার পর আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন। এসময় তিনি সংশ্লিষ্ট থানা কর্মকর্তাদের ঘাতক বাসটি চিহ্নিতের পাশাপাশি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেডএস