শত বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কুশিয়ারা নদী সংলগ্ন মৌলভীবাজারের শেরপুরের একটি ধানী জমিতে। যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আসে নানা জাতের মাছ।
তিন দিনব্যাপী মেলা শনিবার (১৪ জানুয়ারি) ভোরে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার টেন্ডারে না গিয়ে জেলা প্রশাসন নিজেই মেলার আয়োজন করেছে। গত বছরের মতো এবারও মেলায় মাছের আধিক্য কম থাকলেও মেলাকে ঘিরে মানুষের কৌতুহলের কমতি নেই। মেলায় বোয়াল, আইড়, কাতল মাছের বেশ পসরা রয়েছে। মাঝারি সাইজের এসব মাছ এবারের মেলায় মিলছে আহরহ। তবে বিক্রির ক্ষেত্রে দামও ছাড়ছেন না বিক্রেতা।
গত বছর বাঘা আইড় মেলায় বেশি দেখা গেলেও এবার সেভাবে চোখে পড়েনি। তবে সব দোকানেই কম বেশি বোয়াল-চিতলের উপস্থিতি দেখা গেছে। মাছের মধ্যে অন্যতম মিঠা পানির গলদা চিংড়ি। সচরাচর পাওয়া গেলও মেলায় রয়েছে এ মাছের কদর। এছাড়া মিঠা পানির পাবদা, গোলা ট্যাংরার প্রতি মানুষের বেশ ঝোঁক রয়েছে। এসব মাছও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের চোখে ছিলো।
এদিকে মাছ মেলায় মাছ ছাড়াও বিভিন্ন ধরনের ব্যবসা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাছের মেলায় সবকিছু যেনো হাতের নাগালে। আবার খাবারের দোকানগুলোতে মেন্যুতে রয়েছে মাছের আস্ত মাথা ভাজি।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনইউ/জেডএস