ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী, ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) সকালে সিটিটিসি’র পক্ষ থেকে জানানো হয়, তাকে গ্রেফতার করা হয়েছে, বেলা ১২টায় সংবাদসম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম ইতোপূর্বে সংবাদসম্মেলনে বলেছিলেন, গুলশান হামলায় জড়িত থাকা সহযোগী রিপন ও খালিদ ইতিমধ্যে ভারত পালিয়ে গেছে। রাজীব গান্ধী দেশে না বিদেশে তা খোঁজ করা হচ্ছে। গুলশান ও শোলাকিয়ার হামলায় দেশের বাইরে থেকে অস্ত্রের যোগান দেওয়া হয়।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন উচ্চপদস্থ দুই পুলিশ কর্মকর্তা।
 
পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে রাতব্যাপী জিম্মি ঘটনার। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৬ জঙ্গি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
পিএম/আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।