ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগমারায় বিদেশি পিস্তল, গুলি, ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বাগমারায় বিদেশি পিস্তল, গুলি, ইয়াবাসহ আটক ২ বাজশাহীতে র‌্যাবের হাতে আটক দুই আসামি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার মালিদা উত্তরপাড়া গ্রাম থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৫।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব জানায়, শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার বেনীপুর গ্রামের আলীর ছেলে শরিফুল ইসলাম রকেট (২২) ও মাদীলা গ্রামের খয়বর রহমানের ছেলে জাহিদুর রহমান (২৮)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, তার নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। সেসময় বাগমারা উপজেলার মাদিলা উত্তরপাড়া থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ২৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।