আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়-ছবি: বাংলানিউজ
গোপালগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। জঙ্গিরা সড়ক, গাড়ি, মার্কেটসহ বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে মানুষ মারছে। কিন্তু তারা জানে না, কেন তারা মারা গেল। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসায় ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে।
শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে, সেই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য উপযুক্ত হতে হবে। আর এটা সব শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের হাদিস-কোরআনের পাশাপাশি যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
তিনি আরো বলেন, যদি কেউ কম্পিউটার না জানে তাহলে বর্তমানে সে অশিক্ষিত। আর ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যসহ সব কিছু আইটি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাই যারা সবাইকে আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম এমরান হোসেন ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন-গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, র্যাব-৮ এর কমান্ডার কর্নেল আনোয়ার, র্যাব সদর দফতরের পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।