টঙ্গীর তুরাগ পাড়ে চলমান প্রথম ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) ময়দানের ১ নম্বর ফটক দিয়ে প্রবেশকালেই তাদের ফেরত পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যামেরা হাতে ঢোকার সময় প্রবেশপথেই তাদের থামিয়ে দেন লাঠি হাতে দায়িত্বরত কয়েকজন স্বেচ্ছাসেবক।
এ বিষয়ে জানতে চাইলে এক স্বেচ্ছাসেবক বাংলানিউজকে বলেন, ইজতেমার ভেতরে ক্যামেরা নেওয়া যাবে না।
কেন নেওয়া যাবে না? এমন প্রশ্ন করলে তিনি জবাব দেন, তা-ও বলা যাবে না।
এসময় দেশীয় দু’টি টেলিভিশনের সংবাদকর্মীকে ময়দানের প্রবেশপথের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এএম/ওএইচ/এইচএ/