ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে তিন দিনব্যপী ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
লালমনিরহাটে তিন দিনব্যপী ডিজিটাল মেলার উদ্বোধন লালমনিরহাটে তিন দিনব্যপী ডিজিটাল মেলার উদ্বোধন

লালমনিরহাট: লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিমঞ্চ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মানুষ এক সময় ডিজিটাল সরকার ব্যবস্থার কনসেপ্ট নিয়ে ব্যাঙ্গ করতো। কিন্তু আজ তারাই ডিজিটাল সেবা নিয়ে বেশি উল্লাস করছেন। বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী এমপি।

এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন- লালমনিরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, পুলিশ সুপার এস এম রশিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।