শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, গত ১১ ডিসেম্বর একই দাবিতে মহানগর এলাকায় অাধাবেলা হরতাল পালন করা হয়েছে।
দাবি না মানলে আরও কঠোর এবং লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা। এ সময় নগরীতে আন্দোলনকারী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।
গণঅনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সংগঠনের সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসএস/ওএইচ/টিআই