শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজীব গান্ধীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার দিনগত রাতে টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে হয়েছে সংবাদ সম্মেলন।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন উচ্চপদস্থ দুই পুলিশ কর্মকর্তা।
পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে রাতব্যাপী জিম্মি ঘটনার। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৬ জঙ্গি।
** আরও তিন মাস্টার মাইন্ড’র খোঁজ পেলো সিটিটিসি
** গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমআই/আইএ