সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই প্রতিটি পরিবারের নারীরা ব্যস্ত হয়ে পড়েন হরেক রকমের পিঠা তৈরিতে।
ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করেন পৌষ সংক্রান্তি উদযাপনের।
ছোট এই পল্লীতে প্রায় দুইশ’ পরিবারের বসবাস। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ তেমন কোনো নাগরিক সুবিধাই নেই।
হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার ঋষি পল্লীতে গিয়ে দেখা যায়, নারীরা নানা রকমের পিঠা-পুলি তৈরিতে ব্যস্ত। তাদের কাজে সহযোগিতা করছে শিশু-কিশোরীরা।
পল্লীর বাসিন্দা স্বদেশ ঋষি বাংলানিউজকে বলেন, আমরা অভাবের মধ্যে থাকলেও সবগুলো উৎসব সাধ্যমতো পালনের চেষ্টা করি। এখন পৌষ সংক্রান্তির খাবার তৈরি করছি আমরা। সাধ্যমতো সংক্রান্তির দিন সবাই আত্মীয়-স্বজনকে আপ্যায়ন করে থাকি।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই