শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় ওষুধগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, একদল চোরাকারবারী ভারত থেকে ট্যাবলেট নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে আসছিল। খবর পেয়ে সীমান্তের চন্ডিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি। টের পেয়ে চোরাকারবারীরা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর ৫৭ হাজার ৬২০ পিস সেনেগ্রা পাওয়া যায়। যার দাম প্রায় ৮৬ লাখ টাকা।
সেনেগ্রাগুলো সিজারের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআই