ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে ৪৬০ মণ ধান নিয়ে ট্রলার ডুবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে ৪৬০ মণ ধান নিয়ে ট্রলার ডুবি চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে ৪৬০ মণ ধান নিয়ে ট্রলার ডুবি-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর গাছির খাল এলাকায় ৪৬০ মণ ধান নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে দুই লাখ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এ ঘটনায় আহত হয়েছেন দুলাল ও আলমগীর নামে দুই মাঝি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাংলানিউজকে জানান, দুপুরে ২৩০ বস্তায়  ৪৬০ মণ ধান নিয়ে একটি বাহী ট্রলার চরপাতিলা থেকে দশমিনার দিকে যাচ্ছিল। যা ছিল ধারণ ক্ষমতার অনেক বেশি। বিকেলে তেঁতুলিয়ার গাছির খাল এলাকায় এলে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল জেলেদের উদ্ধার করে। তবে এসময় পানিতে ভেসে যায় ট্রলারে থাকা ৪৬০ মণ ধান।

পরে ডুবে যাওয়া ট্রলারটি অন্য জেলেরা উদ্ধার করে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।