ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ফুটপাতের পিঠা ব্যবসায়ীদের উপহার দিলেন পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শরীয়তপুরে ফুটপাতের পিঠা ব্যবসায়ীদের উপহার দিলেন পুলিশ সুপার শরীয়তপুরে পিঠা ব্যবসায়ীদের কাঁচের বক্স, পরিধেয় অ্যাপ্রোন, মাথার স্কার্ফ ও হ্যান্ডগ্লোব উপহার দিয়েছেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন

শরীয়তপুর: শরীয়তপুরে ফুটপাতের পিঠা ব্যবসায়ীদের কাঁচের বক্স, পরিধেয় অ্যাপ্রোন, মাথার স্কার্ফ ও হ্যান্ডগ্লোব উপহার দিয়েছেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় পালং মডেল থানায় ফুটপাতের ৫ জন পিঠা ব্যবসায়ীর মাঝে এ সব সরঞ্জাম তুলে দেন তিনি।

এ সময় পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এমারৎ হোসেন ও উপপরিদর্শক(এসআই) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপহার পাওয়া পিঠা ব্যবসায়ীরা হলেন শাহ আলম কাজী, শাহিদা বেগম, আবু ছিদ্দিক খান, লিলু সরদার ও আবু সারেং।

পুলিশ সুপারের কাছ থেকে উপহার পেয়ে দারুন খুশি এই মৌসুমী পিঠা ব্যবসায়ীরা।

এ ব্যাপারে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ফুটপাতের পিঠা ব্যবসায়ীরা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন না। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যেন তাদের দেখাদেখি অন্যান্য ব্যবসায়ীরা সচেতন হতে পারেন।  

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।