ইজতেমামুখী গাড়ির চাপে কুড়িল এলাকায় যানজট
ঢাকা: ভোরের আলো ফোঁটার আগেই রাজধানীর কুড়িল এলাকায় গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে অনেক মুসল্লিকে ফজরের নামাজ পড়েই টঙ্গির পথে ছুটতে দেখা যায়। বিশ্ব ইজতেমায় অংশ নিতে তুরাগ তীরের দিকে ছুটছেন তারা।
প্রাইভেট কার ও মাইক্রোবাস কিংবা মিনিবাসে দূর এলাকা থেকে যারা এসেছেন তারা এই এলাকায় সুবিধামতো গাড়ি পার্ক করে রেখে ছুটছেন।
একাধিক মুসল্লি বাংলানিউজকে জানালেন, ফজরের নামাজের আগেই তারা রওয়ানা দিয়েছেন।
হেঁটে যতটুকু এগুনো যায়। পথে কোনও মসজিদে জামাতে শরিক হবেন। তবে সবচেয়ে বড় কাজ বড় লক্ষ্য টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাতে অংশ নেওয়া।
**আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিদের ঢল
বাংলাদেশ সময় ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএমকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।