ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
দুর্গাপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে বাড়িতে লাগা আগুনে পুড়ে লাবন্য প্রভা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত লাবন্য প্রভা মৃত নীরঞ্জন মন্ডলের স্ত্রী।

খবর পেয়ে রোববার (১৫ জানুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কয়ামাজমপুর গ্রামে বৃদ্ধা লাবন্য প্রভার বাড়িতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় তিনি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা টের পেয়ে  আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই বৃদ্ধার দুটি ঘরই পুড়ে যায়। পরে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ঘর থেকে লাবন্য প্রভার মরদেহ উদ্ধার করে।
এসআই আব্দুস সালাম বলেন, ওই বৃদ্ধা একাই বাড়িটিতে বসবাস করতেন। কিন্তু তার বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হলো সেটি নিয়ে রহস্য দেখা দিয়েছে। তার একমাত্র সন্তান দুলাল মন্ডল রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক। তিনি শহরেই থাকেন। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।